Home » ইরফানের হলিউডি ছবি ‘পাজল’-এর ট্রেলর

ইরফানের হলিউডি ছবি ‘পাজল’-এর ট্রেলর

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: ‘পাজল’। এটাই তাঁর আসন্ন ছবির নাম। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য এটাই কি তাঁর বর্তমান অবস্থা? কৌতূহল রয়েছে দর্শক মনে। তিনি অভিনেতা ইরফান খান

শারীরিক অসুস্থতার কারণে এই মূহূর্তে দেশের বাইরে চিকিত্সাধীন ইরফান। বন্ধ রয়েছে তাঁর যাবতীয় শুটিং। আর এর মধ্যেই মুক্তি পেল ইরফানের হলিউডি ছবি ‘পাজল’-এর ট্রেলর।

সব কিছু ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে চলতি বছরের ১৩ জুলাই। ট্রেলরটি ইতিমধ্যেই সোশ্যাল ওয়ার্ল্ডে জনপ্রিয় হয়েছে। ছবিটি দেখার জন্য অপেক্ষার প্রহর গুণছেন ইরফানের অনুরাগীরা।

এই ছবিতে ইরফানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে স্কটিশ অভিনেত্রী কেলি ম্যাকডোনাল্ডকে। এক খ্রিষ্টান গৃহবধূর জীবনের গল্প। তাঁর জন্মদিনে পাল্টে যায় জীবনের গতি। এক চ্যাম্পিয়ান পাজলারের সঙ্গে দেখা হয় তাঁর। আর এই চরিত্রে অভিনয় করেছেন ইরফান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *