Home » নারী তোমাকে জাগতে হবে – মোস্তাফিজুর রহমান চৌধুরী

নারী তোমাকে জাগতে হবে – মোস্তাফিজুর রহমান চৌধুরী

মোস্তাফিজুর রহমান চৌধুরী : নারী মুক্তি আন্দোলনে যুগে যুগে নারীকেই এগিয়ে আসতে হয়েছে বাঘিনীর মত|
আজকের ডিজিটাল সভ্যতার 
যুগে নারীর দৈহিক নিরাপত্তা নিশ্চিত করতে
হে নারী তোমাকেই
দলবল নিয়ে বেরিয়ে
আসতে হবে ঘরের বাইরে|
আমি তোমার ছেলে, তোমার ভ্রাতা তোমার পিতা
সমাজে নারীর নিরাপত্তা দিতে অক্ষম,
হ্যা গো নারী মাতা,
তুমি জানো তোমার ছেলে, ভাড়াটে দোকানের কর্মচারী ব্যবসায়ী,
গাড়ীর স্টাফ সুযোগ পেলেই নারীকে বলপূর্বক ধর্ষণ করে,
কিছু বলতে পারোনা
স্নেহ মায়ায় |
যদি ভাবো ঐ ছোট লোকের
মেয়ে নিগৃহিত

হয়েছে তো
তাতে কি হয়েছে?
ভূল করবে গো জননী,
তোমাকে প্রতিবাদের ঝড়
তুলতেই হবে |
হে ভগিনী হে কন্যা হে জায়া, ঘরে বসে থাকার সময় নয়, এখন আর,
এখন তো ৭১ নয়, রাষ্ট্র, পুলিশ, আইন আদালত সামাজিক নিরাপত্তা দেবেনা |
সামাজিক নিরাপত্তায় সমাজ পতি,পাড়ার মাতবর, পরিবহণ শ্রমিক নেতা, ব্যবসায়ী নেতা.ছাত্রনেতা, শিক্ষক নেতা, স্থানীয় প্রশাসনকে দায়বদ্ধ না করলে কেমনে প্রতিরোধ হবে ধর্ষণ গণ ধর্ষণ?
এটা কোন শের শাহের শাসন নয়,
যে বাঘে হরিণে,
ন্যায় বিচারের দৃষ্টান্তে
এক ঘাটে জল খাবে?
নয় তো এখন খলিফা ওমর এর শাসনামল, যে আরব বেদুইন মেয়েরা
একা একা মরু পারাপার হতেও ভয় থাকবেনা যৌন হয়রানীর ।
আমি বেওকুফের মতো

সমাজ ঠিক তো জাতি ঠিক,
পিঠিয়ে মেরে শাসন হয়না কায়েম,
শাসন কায়েম করতে পাবলিকের বিকল্প কিছু নেই,
তাই আন্দোলনের ফসল হোক
নারীর সামাজিক নিরাপত্তা।
সে সাথে আইনের প্রয়োগ হোক
বলবৎ।
সমাজে নারী চলুক নির্বিঘ্নে,
নির্ধিধায়,
হে নারী আজ এখনই নারীর যৌন নিরাপত্তায় তোমাকে সামাজিক আন্দোলনে নামতেই হবে,
নামতেই হবে।
কোমরে কাপড় বেধে বেধে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *