Home » লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত ‘কনিষ্ঠ শিকার’ নবজাতক

লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত ‘কনিষ্ঠ শিকার’ নবজাতক

অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যের লন্ডনে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এক নবজাতক। গতকাল শুক্রবার ওই নবজাতককে  রোনাভাইরাসের সবচেয়ে কনিষ্ঠ শিকার হিসেবে উল্লেখ করেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইল। নবজাতকটি বর্তমানে হাসপাতালে রয়েছে।

ডেইলি মেইল’র প্রতিবেদনে বলা হয়েছে, কয়েকদিন আগে নিউমোনিয়ায় আক্রান্ত সন্দেহে ওই নবজাতককে হাসপাতালে নিয়ে যায় তার মা। পরবর্তী সময়ে পরীক্ষার পর মা ও নবজাতক উভয়ের শরীরেই করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া যায়।

মায়ের অবস্থা শিশুর চেয়ে খারাপ হওয়ার তাদের আলাদা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।গর্ভে থাকাকালীন নাকি জন্মের পর ওই নবজাতক এ ভাইরাসে সংক্রামিত হয়েছে তা জানার চেষ্টা করছেন চিকিৎসকরা।সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় রোগীর সংস্পর্শে থাকা কর্মীদের স্বেচ্ছায় বিচ্ছিন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, করোনভাইরাসে গর্ভবতী নারী ও শিশুদের কম ঝুঁকি থাকে এবং তাদের শরীরে এ ভাইরাসের হালকা লক্ষণ দেখা যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *