নিজ ইচ্ছা করোনাভাইরাস শরীরে নিলেই মিলবে প্রায় ৪ লাখ টাকা

অনলাইন ডেস্ক: করোনাভাইরাসে বিপর্স্ত পুরো বিশ্ব। সবাই যখন মরণঘাতী এ ভাইরাসটি থেকে রক্ষা পেতে চাইছেন সেখানে স্বেচ্ছায় করোনাভাইরাস জীবাণু শরীরে ঢুকালে প্রায় ৪ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের একদল গবেষক।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, করোনাভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের জন্য গবেষণা করছেন যুক্তরাজ্যের একদল গবেষক। এ জন্য তারা স্বেচ্ছাসেবী খুঁজছেন। এ স্বেচ্ছাসেবীদের শরীরে পরীক্ষামূলকভাবে করোনাভাইরাসের জীবাণু ঢুকিয়ে গবেষণা করবেন তারা।
দ্য কুইন ম্যারি বায়ো এন্টারপ্রাইজ নামের ওই গবেষণাগার ২৪ জন স্বেচ্ছাসেবীকে খুঁজছেন। প্রত্যেক স্বেচ্ছাসেবীকে তারা সাড়ে তিন হাজার পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা, যা বাংলাদেশি মুদ্রায় ৩ লাখ ৮৪ হাজার টাকারও বেশি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাব অনুযায়ী, সারা বিশ্বে ৪ হাজার ২০০’রও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিশ্বব্যাপী এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ রাখ ১৮ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের মতে করোনাভাইরাস থেকে ৬৬ হাজারেরও বেশি মানুষ ভাইরাসটি মুক্ত হতে পেরেছেন।
Leave a comment
Related News

গণশুনানি রংপুর
মাহফুজ আলম প্রিন্স,রংপুর: তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার এসব প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের নিয়েRead More

ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
ভারত-পাকিস্তান উত্তেজনার নেতিবাচক প্রভাব গোটা দক্ষিণ এশিয়াতেই পড়তে পারে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিRead More