Home » প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ

প্রাথমিকে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ

প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ করা হয়েছে। এবার মোট ৮২ হাজার ৪২২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। আজ মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই বৃত্তির ফল ঘোষণা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে মেধা কোটায় বৃত্তি পেয়েছে ৩৩ হাজার শিক্ষার্থী। আর সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে ৪৯ হাজার ৪২২ জন। তবে আরও ৭৮টি বৃত্তি সংরক্ষণ রাখা হয়েছে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণে যাদের ফল পরিবর্তন হয়েছে তাদের মধ্যেও কেউ কেউ যোগ্যতা অনুযায়ী এই বৃত্তি পেতে পারে।

যারা মেধা কোটায় বৃত্তি পেয়েছে তারা মাসে তিন শ টাকা আর সাধারণ কোটায় বৃত্তিপ্রাপ্তরা ২২৫ টাকা করে বৃত্তি পাবে। অষ্টম শ্রেণি পর্যন্ত এই বৃত্তি দেওয়া হয়। প্রতিমন্ত্রী জানান, বৃত্তির ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট  www.dpe.gov.bd – এবং প্রাথমিক শিক্ষার স্থানীয় দপ্তরসমূহ থেকে জানা যাবে।

উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই বৃত্তি দেওয়া হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *