Home » পাকিস্তান টেস্টে মুশকিকের অনুপস্থিতি নিয়ে যা বললেন মুমিনুল

পাকিস্তান টেস্টে মুশকিকের অনুপস্থিতি নিয়ে যা বললেন মুমিনুল

সাকিববিহীন দলে টেস্টের নেতৃত্ব দিচ্ছেন মুমিনুল হক। আর তার নেতৃত্বে তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ।ভারতের পর পাকিস্তানে গিয়েও ভরাডুবি হয়েছে টাইগারদের। টাইগারদের এই ইনিংস হারে শামিল হননি দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। নিরাপত্তার কারণ দেখিয়ে পাক সফরে অংশ নেননি তিনি।

রাওয়ালপিন্ডিতে মুশফিককে মিস করেছেন কিনা, এমন হারে তার না থাকাকে প্রভাবিত করেছে কিনা– প্রশ্ন করা হয় বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হককে।

ক্রিকবাজের পক্ষ থেকে করা সেই প্রশ্নে মুমিনুল হক বলেন, ‘অধিনায়ক এবং দল হিসেবে মুশফিককে না পাওয়া ছিল চরম একটি ঘাটতি। তিনি দলে থাকলে অনেক দিক থেকে সাপোর্ট পাওয়া যায়।’

এর কারণ হিসেবে মুমিনুল বলেন, ‘মুশফিক অনেক দিন ধরে জাতীয় দলে খেলছেন। একজন দীর্ঘদিন ধরে খেললে দল ওই খেলোয়াড় থেকে পূর্ণ সার্ভিসটা পায়। নতুন অধিনায়ক হিসেবে আমি দলের সেই সিনিয়রকে পাইনি পাকিস্তানের মতো দলের বিপক্ষে। এটি অনেক বড় একটি অপ্রাপ্তি।’

মুমিনুল যোগ করেন, ‘সিনিয়ররা শুধু খেলেন না অন্যদের থেকে সেরাটা বের করে আনেন। প্রতিপক্ষের পরিকল্পনা বুঝে নিতে পারেন। মুশফিক ভাই দলে থাকলে বিষয়টি অনেকটাই সহজ হতো আমার জন্য।’

রাওয়ালপিন্ডি টেস্টে বাজে পারফম্যান্সের বিষয়ে মুমিনুল বলেন, ‘হ্যাঁ, পাকিস্তানের উইকেট ভালো থাকার পরও আমরা সেখানে কিছু ভুল করেছি। চার দিনে আমাদের ম্যাচটা হারা ঠিক হয়নি। অন্তত আমাদের ড্র করা উচিত ছিল। কোন পরিস্থিতি কীভাবে সামলাতে হবে হয়তো আমরা বুঝে উঠতে পারিনি।’

প্রসঙ্গত বাংলাদেশ টেস্ট দলের সর্বশেষ খেলার ফলে বলার মতো কিছুই নেই। পাকিস্তানের বিপক্ষ প্রথম টেস্টে ইনিংস ব্যবধানের হার এড়াতে পারেননি টাইগাররা। চতুর্থ দিন সকালেই মুমিনুলদের ইনিংসের যবানিকাপাত ঘটে। ফলে ইনিংস ও ৪৪ রানের হার হজম করতে হয়। দুর্দান্ত জয়ে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে পাকিস্তান।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *