শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: নানা আয়োজনে বাংলা বৎসরের প্রথম দিনকে বরণ করে নিয়েছেন সবাই। তবে চিত্রনায়িকা অপু বিশ্বাসের পহেলা বৈশাখের উদযাপনটা ছিল একটু অন্যরকম। তিনি জয়পুরহাটের মেয়ে। বৈশাখটাও সেখানেই করেছেন। তবে একা কিংবা শুধু পরিবারের সদস্যদের সাথেই নয়। মোট ১৬ হাজার জামাইয়ের সঙ্গে বৈশাখের আনন্দ ভাগাভাগি করেছেন তিনি।
প্রতি বছর জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে গ্রামের জামাইদের বরণের মধ্যে দিয়েই বৈশাখকে বরণ করে নেয়া হয়। এবার হাজির ছিল ১৬ হাজার জামাই। তাদের বিভিন্ন উপহারও দেন প্রতীকী শ্বশুর ইউনিয়ন চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক। জামাইদের সাথে তাদের স্ত্রীরা হাজির থাকেন অনুষ্ঠানে।
শনিবার সেই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন অপু বিশ্বাস। বিকালে অপু হেলিকপ্টারে চড়ে ঢাকা থেকে সরাসরি মাত্রাই মডেল কলেজ মাঠে নামেন। অনুষ্ঠানস্থলে হাজির হয়ে এলাকার হাজার হাজার জামাইকে হাত নেড়ে স্বাগত জানান। এরপর নাচ-গান আর অভিনয় দিয়ে সবাই মুগ্ধ করেন তিনি।
বার্তা বিভাগ প্রধান