Home » আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১০০

আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১০০

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: আলজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক লোক নিহত হয়েছে। রাজধানী আলজিয়ার্সের কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির বুফারিক সামরিক বিমানবন্দরে ইলুশিন টু নামের বিমানটি বুধবার সকালে বিধ্বস্ত হয়। ভিডিও ফুটেজে দেখা যায় ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া উঠছে।

আলজেরিয়ায় রাষ্ট্রীয় রেডিও বলেছে, বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত একশ যাত্রী নিহত হয়েছে।

স্থানীয় টেলিভিশন চ্যানেল জানায়, ঘটনাস্থলে ১৪টি অ্যাম্বুলেন্স পৌঁছেছে। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

স্থানীয় এক নিউজ ওয়েবসাইট আলজেরিয়া২৪ জানিয়েছে, বিমানটি সেনা সদস্যদের নিয়ে পশ্চিমাঞ্চলীয় শহর বেচারে যাচ্ছিল।

চার বছর আগে এক সামরিক বিমান দুর্ঘটনায় সেনা সদ্স্য ও তাদের পরিবারের সদস্যসহ ৭৭ জন নিহত হয়েছিল।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *