Home » সুন্দরকে সঙ্গী পেলেন মাশরাফি

সুন্দরকে সঙ্গী পেলেন মাশরাফি

লাউডারহিলে কাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওভারে উইকেট নেওয়ার পর দলের জয়সূচক রান করে মাশরাফি বিন মুর্তজাকে স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের স্পিনার ওয়াশিংটন সুন্দর

ক্রিকেটে রেকর্ডের অভাব নেই। শ্রীলঙ্কার পেসার শামিন্দা এরাঙ্গার কথাই ধরুন, তিন সংস্করণেই অভিষেক ম্যাচে উইকেট পেয়েছেন প্রথম ওভারে! কিংবা মাশরাফি বিন মুর্তজা, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে স্কোরকার্ডের একটি জায়গায় এত দিন একাই ছিলেন। এত দিন—কথাটা বলতে হচ্ছে কারণ কাল সেখানে ‘সুন্দর’ সঙ্গী পেয়ে গেছেন দেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি।

লাউডারহিলে কাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিল ভারত। বিরাট কোহলির দল ৪ উইকেটে জিতেছে তা সবাই জানে, কিন্তু লো-স্কোরিং এ ম্যাচে একটি ঘটনা কি সবাই খেয়াল করেছে? ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের প্রথম ওভারে উইকেট পেয়েছেন স্পিনার ওয়াশিংটন সুন্দর। দ্বিতীয় বলেই জন ক্যাম্পবেলকে তুলে নেন। এরপর ভারতের ইনিংসে জয়সূচক রান এসেছে সুন্দরের ব্যাট থেকেই।

এসব কোনো রেকর্ড নয়। তবে ক্রিকেটে যেহেতু বিচিত্র সব ঘটনার জন্ম হয় তাই ভক্তদের জন্য সুন্দরের এমন বিচিত্র ব্যাপারও চিন্তার খোরাক হতে পারে। কেউ হয়তো এভাবেও ভাবতে পারেন, একই ম্যাচে প্রতিপক্ষের ইনিংসে প্রথম ওভারে উইকেট নেওয়ার পাশাপাশি দলের জয়সূচক রানও নিয়েছেন—আন্তর্জাতিক ক্রিকেটে এমন ঘটনা কতবার দেখা গেছে? আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাপারটা বিরলই। এ সংস্করণের আন্তর্জাতিক মঞ্চে এমন ঘটনা ঘটিয়েছেন মাত্র দুজন ক্রিকেটার।

ঠিক ধরেছেন। মাশরাফি ও ওয়াশিংটন সুন্দর। ভারতের স্পিনার কাল ভাগ্যচক্রে বসেছেন মাশরাফির পাশে। তার আগ পর্যন্ত এত দিন মাশরাফিই ছিলেন একমাত্র ‘ভাগ্যবান’ ক্রিকেটার, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যিনি একই ম্যাচে প্রথম ওভারে উইকেট নেওয়ার পাশাপাশি দলের জয়সূচক রানও করেছেন। সেটি ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। আগে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ের ইনিংসে পঞ্চম বলে সিকান্দার রাজাকে তুলে নিয়েছিলেন মাশরাফি। এরপর রান তাড়া করতে নেমে বাংলাদেশ জয়সূচক রান পেয়েছিল মাশরাফির ছক্কায়। কাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটা দেখে থাকলে নিশ্চয়ই আরও একটি মিল খুঁজে পেয়েছেন—হ্যাঁ, সুন্দরও ভারতকে জিতিয়েছেন ছক্কা মেরে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *