ডেস্ক নিউজ : হলিউড অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের হৃদযন্ত্রে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। কয়েক ঘণ্টার এ অস্ত্রোপচারের পর তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
৭০ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার সাবেক এ গভর্নরের আগেও একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল। গত বৃহস্পতিবার হঠাৎ করেই হৃদযন্ত্রে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় হৃদযন্ত্রে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা দেরি না করে জরুরি ভিত্তিতে আর্নল্ডের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করেন।
তবে এবার তার হার্টের ক্যাথেটার ভাল্ব পরিবর্তন করে দেওয়া হয়েছে। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা নিশ্চিত করেন শোয়ার্জনেগার সুস্থ আছেন।
বার্তা বিভাগ প্রধান