Home » কবিতা পাঠ করে নবীজির দিদার লাভ

কবিতা পাঠ করে নবীজির দিদার লাভ

একদিন মাওলানা সায়্যিদ মুহাম্মদ গোহানবী খাজা সায়্যিদ কুরাইশ রাহিমাহুল্লাহের দরবারে আরয করলেন, ইয়া সাইয়্যিদী অনেক দিন ধরে আমি প্রানের চেয়ে প্রিয় রাসুলে আরাবীর যিয়ারত লাভ করতে পারছিনা । তখন তিনি এই কবিতা পাঠ করতে নির্দেশ দিলেন।
كجائ يا رسول الله كجائ
+چرادر دیده تارم نيائ
متم مشتاق باصد ارزوھا
+ چه خوش با شد که دیدارم نمائ
به بيوت زنده ام بر جا كه هستم
+ به رويت ارت و مندم كجائ
#উচ্চারণ : কুযায়ী ইয়া রাসুলাল্লাহ কুযায়ী+
চেরাদর দিদে তারম নিয়ায়ী
মতম মুশতাক বা ছদ আরযুহা+
চেহ খোশ বা শদ কে দিদারম নামায়ী
বিহী বুয়ুত জিন্দা আম বর যা কে হাসতম+
বিহী রুয়ত উরত ওয়া মন্দম কুযায়ী।

#অর্থ: ইয়া রাসুলাল্লাহ আপনি কোথায়,
আমার অন্ধকার নয়নে আপনার শুভাগমন হয় না,
অতচ অগণিত আশা-আকাংখা নিয়ে আপনার দীদার লাভের অপেক্ষা করছি।
কত ভালো হত যদি আপনার দীদার দ্বারা ধন্য করতেন। আমি যেখানেই থাকিনা কেন, আপনার মুবারক খোশবুর কারণেই জীবিত আছি।
আমি যিয়ারতের আশা নিয়ে অপেক্ষা করছি।
ইয়া রাসুলাল্লাহ আপনি কোথায়!

মাওলানা গোহানবী উপরোক্ত কবিতা পাঠ করে ঘুমিয়ে পড়েন। রাতে রাসুলে আরাবীর দীদার নসীব হয়। (সুবহানাল্লাহ), সকালে তিনি খাজা সায়্যিদের নিকট গিয়ে ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন রাসুলে আরাবীর যিয়ারতের জন্য কোন আমল করা হয়,তখনই তা কবুল হয়।

তথ্য সুত্র: ( হায়াতে জাদীদা,সীরাতুন্নবী বাদ আয বেসালুন্নাবী)

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *