Home » আইপিএলে ও অধিনায়কত্ব হারালেন স্মিথ

আইপিএলে ও অধিনায়কত্ব হারালেন স্মিথ

শুদ্ধবার্তা ডেস্ক- বল টেম্পারিং কলঙ্ক তাড়িয়ে বেড়াচ্ছে স্টিভেন স্মিথকে। ম্যাচের মাঝপথে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব হারানোর পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার নেতৃত্ব হুমকির মুখে পড়ে। গুঞ্জনটাই সত্যি হলো! আইপিএল সামনে রেখে রাজস্থান রয়্যালসের ক্যাপ্টেন্সি থেকে সরে দাঁড়িয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান।স্মিথের পরিবর্তে রাজস্থানের দায়িত্ব উঠেছে অজিঙ্কা রাহানের কাঁধে। আগামী ৯ এপ্রিল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এর আগে অধিনায়ক হিসেবে স্মিথের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনার অপেক্ষায় থাকার কথা জানিয়েছিল রাজস্থান।দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে (২৪ মার্চ) অজি ওপেনার ক্যামেরন ব্যানক্রফটের বল বিকৃতি করার দৃশ্য ধরা পড়ে টিভি ক্যামেরায়। পরে জানা যায়, বল টেম্পারিংয়ের নেতৃত্ব দেন সিনিয়র ক্রিকেটাররাই। সংবাদ সম্মেলনে তা স্বীকারও করেন স্মিথ।এ নিয়ে রীতিমতো সমালোচনার ঝড়ই ওঠে। লজ্জায় ডোবে অস্ট্রেলিয়ার ক্রিকেটীয় ঐতিহ্য। হতাশা আর ক্ষোভ উগরে দেন অজিদের সাবেক গ্রেটরা। বাদ যাননি দেশটির প্রধানমন্ত্রীও। ম্যাচের মাঝপথে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় স্মিথকে। এক ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি। আরও কঠিন শাস্তি আরোপ করতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।কলঙ্কের ম্যাচে বাজেভাবেই হেরেছে সফরকারীরা। ৩২২ রানের দাপুটে জয়ে চার ম্যাচ সিরিজে ২-১ এ এগিয়ে প্রোটিয়ারা। জোহানেসবার্গে চতুর্থ ও শেষ টেস্ট ৩০ মার্চ থেকে। যেটি মিস করবেন বিতর্কিত-সমালোচিত স্মিথ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *