Home » স্বাধীনতার সূর্য

স্বাধীনতার সূর্য

এম এ বাসিত আশরাফ

পরাধীনতার অন্ধকার ঘুচিয়ে আসে স্বাধীনতার সূর্য
আত্মপ্রকাশ করে লাল সবুজের একটি দেশ;
আমরা লাভ করি জাতীয়তা —
একটি পরিচয়, একটি পরিবেশ
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয় সোনার বাংলাদেশ।
স্বাধীনতা! সেই ১৯৭১ সালের ২৬শে মার্চের অশ্রুপাত
আগ্নিঝরা রক্তমাখা দিন গুলোর শক্তি প্রভাত !
তোমার অর্জন দেখিনী কিন্তু অনুভব করেছি
হৃদয়ের গভীর থেকে তোমাকে খোজেছি
কারন, তুমি দিয়েছ পরাধীনতা থেকে মুক্তি
দিয়েছ বাক স্বাধীনতা, দিয়েছ শান্তির আবেশ
সোনালী ভোরে জাগিয়েছ অদম্য শক্তি —
দিয়েছ এক শান্তির প্রদেশ।
তোমায় অর্জন করতে অকাতরে হারিয়েছে—
ইজ্জত সম্মান, জীবন যৌবন কতো লক্ষ প্রাণ
নির্দিধায় বিলিয়ে জীবন, গেয়েছে বিজয়ের গাণ।
আজ আকাশের জানালা খুলে তাকিয়ে দেখি,
স্বাধীনতার ফুল ফুটেছে এ দেশের প্রতিঠি ঘরে
রঙ ছড়িয়ে মুক্ত আলো, সকালের সূর্যটা যেন লাল
বইছে হাওয়া নীল আকাশে, উড়িয়েছে স্বাধীনতার পাল,
স্বাধীনতার সুখে সব ইচ্ছেগুলো —
ডানা মেলে বিহঙ্গের মতো উড়তে চায়
স্বাধীনতার সুর্যে লাল সবুজের দেশে মন যে হারিয়ে যায়।

(২৫শে মার্চের (১৯৭১) বিভীষিকাময় কালো রাতে শহীদদের উৎস্বর্গীত )

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *