অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর ভেন্যু ও ম্যাচ শুরুর সময়। আগেই গ্রুপিং ও ম্যাচের তারিখ ঘোষণা করা হলেও মাঠ ও সময় ঠিক হয়নি। শনিবার (২ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে।
এবারের এশিয়া কাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে-দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম। মোট ১৯ দিনব্যাপী ১৯ ম্যাচের এই আসরের ফাইনালসহ ১১টি ম্যাচ হবে দুবাইয়ে, এবং বাকি ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবিতে।
বাংলাদেশের সব ম্যাচ আবুধাবিতে
গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। টাইগারদের সূচি নিম্নরূপ:
১১ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম হংকং
১৩ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা
১৬ সেপ্টেম্বর: বাংলাদেশ বনাম আফগানিস্তান
এই তিন ম্যাচই বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে। আসরের একটি ম্যাচ ছাড়া বাকি সব ম্যাচই রাত ৮টায় শুরু হওয়ার কথা রয়েছে।
১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ।
আবুধাবি: সংযুক্ত আরব আমিরাত বনাম ওমান – শুরু সন্ধ্যা ৬টায় দুবাই: হংকং বনাম শ্রীলঙ্কা – শুরু রাত ৮টায়
সংযুক্ত আরব আমিরাতের মরুভূমির বুকে এবার জমজমাট ক্রিকেট যুদ্ধ দেখার অপেক্ষায় ক্রিকেটবিশ্ব। বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে দারুণ আশাবাদী সমর্থকেরা। এখন শুধু মাঠে নামার অপেক্ষা।
বার্তা বিভাগ প্রধান