নিজের বিয়ে বিচ্ছেদের খবর জানিয়ে সম্প্রতি ফেসবুকে পোস্ট দেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। গত ২৫ জুন রাতের ওই পোস্টে তিনি দাবি করেন, ১৬ জুন মোহাম্মদ ইফতেখার গহীনের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।
তবে গুঞ্জন আছে কণা তালাকের একটি নোটিশ পাঠালেও তাদের বিয়ে বিচ্ছেদ এখনও সম্পন্ন হয়নি। অর্থাৎ আইনগতভাবে কণা এখনও গহীনের স্ত্রী। এবার প্রকাশ হলো গায়িকার তালাক নোটিশ।
উকিল নোটিশে দেখা গেছে, কনার বিচ্ছেদের দুইজন সাক্ষী হয়েছেন। একজন অভিনেত্রী নুসরাত ফারিয়া। অন্যজন গোলাম মোর্শেদ নামের এক ব্যক্তি।
গত ২৫ জুন রাত সাড়ে দশটার পর নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে বিচ্ছেদের কথা জানান গায়িকা। এরপরই মুখ খোলেন কনার স্বামী মো. ইফতেখার গহিন। সামাজিক মাধ্যমে তিনি জানান, কনার সঙ্গে বিচ্ছেদ হয়নি তাঁর। পোস্ট দেওয়ার কিছু সময় পর অবশ্য পোস্টটি মুছে ফেলেন মো. ইফতেখার গহীন।
বলে রাখা ভালো, ২০১৯ সালের ২১ শে এপ্রিল গোলাম মো. ইফতেখার গহীনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কণা। এর মাধ্যমে দীর্ঘ সাত বছরের প্রেমের সম্পর্ক পূর্ণতা পায় তাদের। ছয় বছর এক ছাদের নিচে বসবাসের পর ছেদ পড়ে সে সম্পর্কে।
বার্তা বিভাগ প্রধান