দুর্নীতি দমন কমিশনের (দুদক) চাকরিচ্যুত কর্মকর্তা মো. শরীফ উদ্দিনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার হাইকোর্টের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। আদালত একই সঙ্গে তাঁর পাওনা সকল বেতন ও সুযোগ সুবিধাও ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন।
চাকরি ফিরে পেতে দুদকের সচিবের কাছে গত বছরের ৭ আগস্ট আবেদন করেন শরীফ উদ্দিন। ওইদিন দুদক কার্যালয়ে তিনি আবেদনপত্র জমা দেন।
দুদকের উপসহকারী পরিচালক হিসেবে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শরীফ। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি তাঁকে বরখাস্ত করে দুর্নীতি দমন কমিশন।
শরীফ দুদকের চট্টগ্রাম কার্যালয়ে থাকার সময় বিভিন্ন অভিযোগের তদন্ত চালিয়ে আলোচিত হন। তাঁকে সেখান থেকে বদলি করা হয় পটুয়াখালীতে। পরে তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
বার্তা বিভাগ প্রধান