ক্লাব বিশ্বকাপের শেষ ষোলো শুরু হচ্ছে শনিবার (২৮ জুন) থেকেই। শেষ ষোলোর প্রথম ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিলের দুই ক্লাব বোতাফোগো এবং পালমেইরাস। তবে শেষ ষোলোর বেশকিছু ম্যাচের দিকে নজর থাকবে সকলের।
২৯ জুন মেসির ক্লাব ইন্টার মায়ামি লড়বে পিএসজির বিপক্ষে। পিএসজি ছেড়েই ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দিয়েছিলেন মেসি। এবার নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হবেন এলএমটেন। আর ২ জুন হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস। গ্রুপপর্বে ব্রাজিলের ক্লাবগুলো দারুণ পারফর্ম করেছে। ফলে ৩০ জুন বায়ার্নের বিপক্ষে ফ্লামেঙ্গোর ম্যাচটিও উত্তেজনাপূর্ণ হবে। ১ জুলাই ইন্টার মিলানের মুখোমুখি হবে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।
| তারিখ | ম্যাচ | 
| ২৮ জুন | বোতাফোগো-পালমেইরাস | 
| ২৯ জুন | চেলসি-বেনফিকা | 
| ২৯ জুন | পিএসজি-ইন্টার মায়ামি | 
| ৩০ জুন | ফ্লামেঙ্গো-বায়ার্ন মিউনিখ | 
| ১ জুলাই | ফ্লুমিনেন্স-ইন্টার মিলান | 
| ১ জুলাই | ম্যানচেস্টার সিটি-আল হিলাল | 
| ২ জুলাই | জুভেন্টাস-রিয়াল মাদ্রিদ | 
| ২ জুলাই | মন্তেরে-বরুসিয়া ডর্টমুন্ডড | 

বার্তা বিভাগ প্রধান