মুজিববর্ষে আরেক খুনির বিচার হবে,পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন। আমরা আশা করছি মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনিদের আরও একজনকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন, করোনায় আক্রান্ত হয়ে যারা দেশে ফিরেছেন তাদের কাজে লাগাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ইতোমধ্যে দুই হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
লেবাননের বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিহত চার বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের তো না আনার কোনো কারণ নেই। তবে সেখান থেকে আমাদের দেশে সরাসরি কোনো ফ্লাইট নেই। তা ছাড়া এ মুহূর্তে লাশ আনতে খরচও অনেক বেশি, প্রায় ১২ হাজার ডলার। তারপরও বিষয়টি নিয়ে আমাদের চিন্তা-ভাবনা চলছে।
এ ঘটনায় নৌবাহিনীর ২১ সদস্যসহ ৯৯ বাংলাদেশি আহত হয়েছেন। সেখানকার কমপক্ষে ৩ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে সেখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে সেখানে আমরা চাল, বিস্কুট ও নুডলসসহ পর্যাপ্ত শুকনো খাবার পাঠানোর ব্যবস্থা করেছি। যে কোনো মুহূর্তে ফ্লাইট রওনা হবে।

প্রতিনিধি
Leave a comment
Related News

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান
অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশগামীRead More

আওয়ামী লীগের সময় নিবন্ধন পাওয়া সংবাদমাধ্যমের বিষয়ে তদন্ত হবে: মাহফুজ
সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সংবাদ মাধ্যমের বিষয়েRead More