ঘণ্টায় ২০ হাজার মাইল গতিতে ধেয়ে আসছে বিশাল গ্রহাণু

অনলাইন ডেস্ক: পৃথিবীর দিকে ধেয়ে আসছে একের পর এক বিশাল আকাশের গ্রহাণু। জানা যাচ্ছে, অন্তত পাঁচটি গ্রহাণু আজ বৃহস্পতিবার সকালের মধ্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বরাত দিয়ে এমনটিই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ইতিমধ্যে বেশ কয়েকটি গ্রহাণু একেবারে পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে গেছে। বুধবার বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৩ মিনিটে বা ইস্টার্ন ডেলাইট টাইম (ইডিটি) অনুসারে ভোর ৪টা ৪৩ মিনেট ১০৮ ফুট চওড়া ২০২০ কেকে৭ গ্রহাণু পৃথিবীর পাশ দিয়ে উড়ে গেছে।
এরপর সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট নাগাদ ঘণ্টায় ১২ হাজার মাইল বেগে পৃথিবীর পাশ দিয়ে উড়ে গেছে ১১৫ ফুট চওড়া ২০২০ কেডি৪ গ্রহাণু। তা পৃথিবীর আড়াই মিলিয়ন মাইল দূর দিয়ে বেরিয়ে গেছে।
এখানেই শেষ নয়, সবচেয়ে বড় গ্রহাণু ১৪৪ ফুট ব্যাসের ২০২০ কেএফ ঘণ্টায় ২৪ হাজার মাইল গতিবেগে রাত ১০টা নাগাদ উড়ে যাবে। ইডিটি অনুসারে, ওই সময় দুপুর সাড়ে ১২টা। এর পরের গ্রহাণুটি প্রায় ১০৫ ফুট চওড়া। এর নাম ২০২০ কেজেআই।
ইডিটি অনুসারে, বিকেল ৩টা ২৭ নাগাদ তা ঘণ্টায় ১১ হাজার মাইল বেগে পৃথিবীর পাশ ঘেঁষে বেরিয়ে যাবে। পৃথিবীর কাছ থেকে এর ন্যূনতম দূরত্ব থাকবে ১ দশমিক ৩ মিলিয়ন মাইল। এ ছাড়া ১৭১ ফুট ব্যাসের ২০২০ কেই৪ গ্রহাণু ঘণ্টায় ২০ হাজার মাইল গতিবেগে পৃথিবীর দিকে ধেয়ে আসছে।

প্রতিনিধি
Leave a comment
Related News

গণশুনানি রংপুর
মাহফুজ আলম প্রিন্স,রংপুর: তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা এবং পুনরুদ্ধার এসব প্রস্তাবিত প্রকল্পের ওপর অংশীজনদের নিয়েRead More

ভারত-পাকিস্তান উত্তেজনায় বাংলাদেশকে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের
ভারত-পাকিস্তান উত্তেজনার নেতিবাচক প্রভাব গোটা দক্ষিণ এশিয়াতেই পড়তে পারে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিRead More