নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: করোনা ভাইরাস সম্পর্কে নওগাঁর সাপাহার উপজেলা বাসীকে পরিস্কার পরিচ্ছন্ন ও সচেতন থাকার জন্য উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর নির্দেশে সদরের বিভিন্ন মার্কেট সহ উপজেলার বিভিন্ন মোড়ে মোড়ে দিক নির্দেশনা সহ মাস্ক ও হাতে গ্লোপ্স ব্যবহারের পরামর্শ দিচ্ছেন সহকারী কমিশনার সোহরাব হোসেন।
এ সময় সহকারী কমিশনার সোহরাব হোসেন বলেন, বাংলাদেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার সকল ধরনের প্রতিরোধ মূলক ব্যবস্থা গ্রহণ করেছেন। আমাদের সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় পারে বাংলাদেশকে করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে রক্ষা করতে।
মাস্ক ব্যবহার না করায় কয়েকজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।