পরে অবশ্য করিনা বলেন তৈমুরকে নিয়ে মিডিয়ায় এত খবর তাঁর নাকি একেবারেই পছন্দ নয়। কখন কোথায় যাচ্ছে, কী পরছে, কী খাচ্ছে সব কিছুই নাকি এখন মিডিয়ায় চলে আসছে। দিন কয়েক আগেই তৈমুরের জনপ্রিয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী। করিনা বলেন, ‘‘আমি চাই তৈমুর সাধারণ শিশুর মতো বড় হোক। ওর এই সুযোগটা পাওয়া উচিত।’’
তবে অক্ষয়কে তিনি যা বলেছেন তা মজা করেই বলে মনে করছেন সিনে মহলের একটা বড় অংশ। যদিও এ নিয়ে মুখ খোলেনি অক্ষয়।

















