
সিলেট-৫ঃ মাওলানা হুছাম উদ্দিন চৌধুরী’র কেটলি গরম
সময় যত ঘনিয়ে আসছে, ততই উলটপালট হচ্ছে পূর্বের সমিকরণ। দিনদিন পাল্টে যাচ্ছে হিসেব-নিকেশ। পাল্টে যাচ্ছে ভোটারদের ধারণাও। সাম্প্রতিক নানান ঘটনাপ্রবাহ মোড় ঘুরিয়ে দিচ্ছে মাঠের। জাতীয় নির্বাচনে সিলেট-৫ উঠে আসছে আলোচনার কেন্দ্রে। স্বতন্ত্রপ্রার্থী মাওলানা হুছামুদ্দীন চৌধুরী আলিয়া ঘরনার আলেম। অথচ তাকেই অকুণ্ঠ সমর্থন জানাতে এগিয়ে আসছেন কওমির আলেমরা। আবার তিনি সরকার দলের নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বি! কিন্তু…