
নিক জোনাস সবচেয়ে রোমান্টিক পুরুষ : প্রিয়াঙ্কা
অনলাইন ডেস্ক: নিক জোনাস আর প্রিয়াঙ্কা চোপড়া পরস্পরের প্রেমে মজেছেন। তারা একসাথে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। পাশাপাশি এও শোনা যাচ্ছে যে তারা ডেট করছেন। নিক সম্পর্কে প্রিয়াঙ্কা বলেন, ‘নিক জোনাস হতে পারে তরুণ, কিন্তু সে জানে একজন নারীর সাথে তার আচারণ কেমন হবে!’ এছাড়া একটি উৎস থেকে খবর পাওয়া গেছে যেখানে প্রিয়াঙ্কা বলছেন যে নিক…