
এক দিনেই এক মিলিয়ন ভিউ!
৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় সিএমভি’র ইউটিউব চ্যানেলে মুক্তি পায় ইমরান মাহমুদুল ও সাফা কবিরের নতুন গানচিত্র ‘আমার কাছে তুমি অন্যরকম’।প্রকাশের পর থেকে এটি ভাইরাল হতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিশেষ করে গাওয়ার পাশাপাশি ভিডিওর গল্পে ইমরানের অভিনয় এবং ভয়ংকর পরিণতি দাগ কাটে দর্শক-শ্রোতাদের মনে।সেই সূত্রে ‘আমার কাছে তুমি অন্যরকম’ গানচিত্রটি সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মাত্র…