
পিএসসি, তিন বিসিএসে আটকা চাকরিপ্রার্থীরা
সরকারি কর্ম কমিশনে (পিএসসি) তিনটি বিসিএস কার্যত আটকে আছে। নিয়োগপ্রক্রিয়াতেও কোনো গতি নেই। এ কারণে অনিশ্চয়তায় দিন পার করছে চাকরিপ্রার্থীরা। প্রার্থীদের দাবি, দ্রুত এই অবস্থার অবসান হোক। এদিকে পিএসসি বলছে, প্রশ্ন ফাঁসের অভিযোগের পর সরকারের পট পরিবর্তন সব মিলে পিএসসিকে নতুন করে গতিশীল করতে কিছুটা সময় লাগবে। তারাও এ নিয়ে বিপাকে পড়েছে। এ ছাড়া স্থগিত…