
বিদায় ১৪২৪ স্বাগত ১৪২৫
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: ‘অতীত নিশি গেছে চলে/ চিরবিদায় বার্তা বলে, কোন আঁধারের গভীর তলে/ রেখে স্মৃতিলেখা,/ এসো এসো এসো ওগো নবীন,/ চলে গেছে জীর্ণ মলিন-/ তুমি মৃত্যুবিহীন/ মুক্ত সীমারেখা।’ জীবনানন্দ দাশের এই কবিতার মতোই নতুন প্রত্যাশা আর সম্ভাবনার হাতছানি নিয়ে মানুষ পুরনোকে বিদায় জানায় আর আহ্বান করে নতুনকে। আজকের নতুন সুর্যোদয়ের সাথে পুরাতন সবকিছু ভুলে গিয়ে নতুনের…