
সিলেটে চলছে অবাধে টিলা কাটা
প্রকৃতি আমাদের তৈরি করে দেয় যে আমরা কোথায় থাকবো। আমরা প্রকৃতির সিলেকশন অনুযায়ী চলতেছি। কিন্তু, আমরা প্রকৃতিকে এখন নিজেদের মতো করে ব্যবহার করছি। যার কারণে প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। সিলেটে এখন অহরহ টিলা/পাহাড় কাঁটা হচ্ছে। মানা হচ্ছে না কোনো আইন। যার কারণে প্রাণহানি ঘটছে। টিলা কাঁটার কারণে ২০১২ থেকে ২১ সাল পর্যন্ত সিলেটে ৫১ জন নিহত…