
ফ্রান্সের ‘আসল রূপ’, ইসরায়েলের চমক আর হলান্ডের আরেকটি হ্যাটট্রিক
উয়েফা নেশনস লিগে গতকালের রাতটি ছিল ঘটনাবহুল। দীর্ঘদিন পর তৃপ্তি পাওয়ার মতো এক জয় পেয়েছে ফ্রান্স। দুঃসময়ের বৃত্তে থাকা বেলজিয়ামের যন্ত্রণা বেড়েছে ইসরায়েলের কাছে হেরে। নরওয়ের হয়ে হ্যাটট্রিক করে রাতটা রাঙিয়েছেন আর্লিং হলান্ড। ফুটবলময় এই রাতের শুরুটা হয়েছিল প্রতিবেশী আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৫–০ গোলের জয় দিয়ে। ফ্রান্সের ‘আসল রূপ’ ইতালিকে গ্রুপের শীর্ষস্থান থেকে সরিয়ে দিয়ে…