
গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে বিশালাকৃতির ডলফিন
শনিবার সন্ধ্যায় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদে ৯ ফুট লম্বা একটি বিশাল ডলফিন ধরা পড়েছে। এর ওজন প্রায় ২শ’ কেজি।” জানা গেছে, জেলে নয়া মিয়া নৌকায় করে মুটজাল দিয়ে যখন মাছ ধরছিলেন তখন ফুলছড়ি উপজেলার রতনপুর হাজিরহাট এলাকায় তার জালে এই বিশাল ডলফিনটি আটকা পড়ে। অনেক পানি থেকে ডলফিনটি নৌকায় তোলা সম্ভব হলেও পরবর্তীতে তা…