
ইসরাইলের দিকে এগিয়ে যাচ্ছে জর্ডান-লেবাননের বিক্ষোভকারীরা
অধিকৃত পশ্চিম তীরের কাছে সীমান্ত পেরিয়ে ইসরাইলি ভূখণ্ডে ঢুকে পড়ার চেষ্টা করছেন জর্ডানের ফিলিস্তিনপন্থী শত শত নাগরিক। একই ধরণের চেষ্টা করেছে লেবাননের একদল বিক্ষোভকারী। অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনি জেরিকো শহরের বিপরীত দিকে জর্ডান উপত্যকার কাছের ইসরাইলের অ্যালেবি সেতুর পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে জড়ো হয়েছিলেন জর্ডানের নাগরিকরা। গাজায় ইসরাইলি হামলার প্রতিবাদে জর্ডানের ক্ষুব্ধ এই নাগরিকরা সেখানে…