
হাইতির প্রেসিডেন্টের রক্ত বৃথা যেতে দেবো না: মার্টিন
ঘাতকের ছোড়া বুলেটে বিদ্ধ হলে, আর একটি কথাও বলতে পারেননি হাইতির প্রেসিডেন্ট মোইসি। সেদিনের ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন হামলায় আহত ফার্স্ট লেডি মার্টিন মোইসি। শনিবার এক টুইটে অডিও বার্তায় ওই ঘটনার লোমহর্ষক বর্ণনা দেন। গত ৭ জুন হাইতির প্রেসিডেন্টের বাড়িতে হামলায় আহত হন ফার্স্টলেডি মার্টিন মোইসি। অল্পের জন্য রক্ষা পান তিনি। গুরুতর অবস্থায় হাসপাতালে…