
প্রার্থীকে না পেয়ে প্রসূতিকে নির্যাতন
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকমঃ প্রার্থী বাড়ি ছিলেন না। তাঁকে না পেয়ে রোষটা গিয়ে পড়েছিল বাড়ির দুই মহিলা আর বছর চারেকের ছোট ছেলেটির উপরে। অভিযোগ, ঘরদোর ভাঙচুর-লন্ডভন্ড করার পাশাপাশি, ছ’মাসের অন্তঃসত্ত্বা মহিলার গোপনাঙ্গে আঘাত করা, বাড়ির সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে উঠোনে ছুড়ে ফেলেও ক্ষান্ত হয়নি হামলাকারীরা, ছোট ছেলেটির কপালে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে হুমকি দেওয়া হয়েছিল, ‘‘মাথা ফুঁড়ে দেব!’’ শনিবার গভীর রাতে, শান্তিপুরের…