
এবাদতের ভুলের মাশুল দিচ্ছে বাংলাদেশ
হাতে মাত্র ২৩৩ রানের পুঁজি! টেস্ট ক্রিকেটের বিবেচনায় অনেক কমই। এমন পুঁজি নিয়ে ফিল্ডিং করতে নেমে যদি সহজ ভুল হয় তাহলে যেকোনো দলকেই মাশুল দিতে হবে। বাংলাদেশকেও তাই দিতে হচ্ছে। মাত্র দুই রানের মাথায় ক্যাচ তুলে দিয়েছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম, সেই সহজ ক্যাচ সহজেই ফেলে দিয়েছেন এবাদত হোসেন! সেই বাবর এখন হাফসেঞ্চুরি (৬৮) করে…