
সচিনের থেকেও ভালো ওপেনার রোহিত, ডুলের মন্তব্যে বিতর্ক
মুম্বই: একজন অল-টাইম গ্রেট সচিন রমেশ তেন্ডুলকর। আরেকজন বর্তমান সময়ে সীমিত ওভারের ক্রিকেটে সেরা ওপেনার রোহিত গুরুনাথ শর্মা। ৪৯টি শতরান সহ প্রথমজনের ওয়ান ডে তে মোট রানসংখ্যা ১৮,৪২৬। দ্বিতীয়জনের ঝুলিতে রয়েছে ৩টি ওয়ান-ডে দ্বিশতরান। কিন্তু হাজার হলেও ক্রিকেটীয় পরিসংখ্যান তুলে ধরে রোহিতের সঙ্গে সচিনের তুলনাতে যাওয়ার ভুল করবেন না কেউই। সেই কাজটা করেই এবার বিতর্কে…