
লিওঁকে হারিয়ে ফাইনালে বায়ার্ন
দারুণ লড়াই করল অলিম্পিক লিওঁ। কিন্তু মাঠের ফলটা তাদের আত্মবিশ্বাসী ফুটবলের ছাপ দেখাচ্ছে না। লিসবনে বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালে যে লিওঁকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নের হয়ে জোড়া গোল করেন সের্গে জিনাব্রি। বাকি গোলটি রবার্তো লেভানদোভস্কির। ইউরোপসেরার লড়াইয়ে এ নিয়ে ১১তম বারের মতো ফাইনালে ওঠল মিউনিখের দলটি। ফাইনালে তারা লড়বে পিএসজির বিপক্ষে।…