
দায়বদ্ধতার মানদণ্ড রক্ষা করতে পারেনি চিন, পৃথিবীতে রকেট আছড়ে পড়ার পর উক্তি নাসার
ওয়াশিংটন: রবিবার সকালে ভারত মহাসাগরে মালদ্বীপের কাছে আছড়ে পড়েছে চিন রকেটের ভাঙা অংশ। আর এই ঘটনা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করল নাসা। চিনের দিকে সরাসরি আঙুল তুলে এই সংস্থা জানিয়েছে চিন দায়বদ্ধতার মানদণ্ড রক্ষা করতে পারেনি। রকেট ভেঙে পড়ার কয়েক ঘণ্টার মধ্য়েই নাসার তরফে এই উক্তি করা হয়। বেজিংয়ে সকাল ১০টা ২৪ মিনিটে পৃথিবীর বায়ুমণ্ডলে…