
৩ লাখ ভোটারের বেহালা পশ্চিমে বিধায়ক পার্থের ইস্তফা চেয়ে ‘গণভোট’ নিল সিপিএম, ভোট পড়ল ৪৬১!
বেহালা পশ্চিম কেন্দ্রের জেলবন্দি বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে কয়েক মাস ধরেই প্রচার করছে সিপিএম। এ নিয়ে কেন্দ্রের ভোটারদের মতামত নিতে রবিবার, এপ্রিলের শেষ দিনে ‘গণভোটের’ ডাক দিয়েছিল দলের যুব সংগঠন ডিওয়াইএফআই। সেই ভোটের ফলাফল কী হল না-হল, তা ছাপিয়ে এখন অনেক বেশি আলোচনাযোগ্য হয়ে উঠেছে এই ‘গণভোটে’ ভোটদাতার সংখ্যা। ৩ লক্ষাধিক ভোটারের কেন্দ্রে বাম…