
জেলের বাইরে আসবেন সলমন, জানা যাবে দুপুরে
ডেস্ক নিউজ : বলিউডের ‘ভাইজান’ কি শনিবার জামিন পাবেন? শনিবার দুপুরেই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। কারণ, দুপুর ২টোর পর সলমনের জামিন সংক্রান্ত মামলার রায় দেবেন বিচারক রবীন্দ্রকুমার জোশী। এ দিন সকাল সাড়ে ১০টা নাগাদ জোধপুর সেশনস কোর্টে শেষ হয়েছে সলমন খানর জামিনের শুনানি। তার পরই বিচারক জোশী জানান, দুপুরে এ বিষয়ে রায় শোনাবেন…