
লালাবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ জন আহত অধর্শতাধিক
দক্ষিণ সুরমা থানা লালাবাজারে সাতমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিন জন । নিহতরা হলেন- লালাবাজার সাতমাইল এলাকার আসক আলীর ছেলে মাহবুবুল আলম (৩০), জৈন্তাপুর উপজেলার ঠাকুরেরমাটি এলাকার অমল পাত্রের ছেলে কাজল পাত্র (৪৫) ও ওসমানীনগর উপজেলার তাজপুরের জ্যোতিন বিশ্বাস চক্রবর্তীর স্ত্রী শিউলি চক্রবর্তী (৫০)। মাহবুব মোটরসাইকেলে এবং কাজল ও শিউলি বাসযাত্রী ছিলেন। মাহবুব ও…