
স্মার্ট সিটি গড়তে ‘বেপরোয়া’ মেয়র আরিফ
সিলেট নগরীর রাস্তায় বের হলেই দেখা যায় ভাঙ্গা-গড়ার খেলা। এ ভাঙ্গা-গড়া স্বস্তির। এ ভাঙ্গা-গড়ায় ভোগান্তি যতোটুকু তারচেয়ে বেশী প্রশান্তির। দিন গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা পেরিয়ে রাত। যেনো বিশ্রাম নেই। অবিরাম ছুটে চলা এক নাবিক যেনো হাল ধরেছেন এ নগরীর। সাধারণ থেকে প্রভাবশালী, দিনমজুর-হকার থেকে মন্ত্রী-এমপি নগরের উন্নয়নে কারো কাছে করজোড় করছেন, কারো কাছে অনুরোধ মিনতি- সবই…