ডাচ-বাংলা ব্যাংকের সার্ভার বিপর্যয়, উত্তোলন করা যাচ্ছে না টাকা
হাতে টোকেন আর চেক নিয়ে সিরিয়াল ঘোষণার সাথে সাথে ছুটছেন কাউন্টারে। তারপর ফিরছেন চেহারা কালো আর মুখভার করে। কাউন্টার থেকে জানানো হচ্ছে, নেট নেই। টাক তোলা যাবেনা। রবিবার সকাল থেকেই এ অবস্থা ডাচ-বাংলা ব্যাংক সিলেট শাখায়। হতশাগ্রস্ত গ্রাহকদের চোখেমুখে তাকানোর উপায় নেই। হতশা আরও গভীর হচ্ছে যখন কর্তৃপক্ষ জানাতে পারছেন না, নেট কখন আসবে? এতে…