
হাটহাজারীতে ভেজাল ঘি’র কারখানার সন্ধান , দুই হাজার লিটার ভেজাল ঘি জব্দ
মোহাম্মদ হোসেন,হাটহাজারী : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ফতেপুর ইউনিয়নের ইসলামীহাট আলম বিল্ডিংয়ে নিচ তলায় ভেজাল ঘি কারখানা সন্ধ্যান পেয়েছেন উপজেলা প্রশান। পামওয়েল এর সাথে কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন ব্র্যান্ডের নাম ব্যবহার করে তৈরি করা হচ্ছে ভেজাল ঘি। কারখানার তালা ভেঙে প্রায় দুই হাজার লিটার ভেজাল ঘি জব্দ করেন একই সাথে কারখানা সীলগালা করেন ভ্রাম্যমান আদালত, ধ্বংস করা…