
জনতার মিতা – সুফিয়ান আহমদ চৌধুরী
জনতার মিতা তিনি জনতার সাথী, কামরান নেতা বড়ো মাঠে দিন রাতি। হাসি মাখা মুখখানা চোখে চোখে ভাসে, জনতার নেতা তিনি কী যে ছবি হাসে। হাতে হাত নিয়ে তিনি ভালোবাসা টানে, কামরান জনতার প্রিয় স্বদেশটা জানে। প্রিয় তিনি ভালো খুব খুব ভালো গুণী, আসবেন ফিরে ঘরে সময়টা গুনি। জনতার মিতা ঠিক নেই তাতে ভুল, রাজনীতি মাঠে…