Home » বিএনপি নির্বাচনে গেলে আ.লীগের সঙ্গে জোটবদ্ধ থাকবে -জাতীয় পার্টি

বিএনপি নির্বাচনে গেলে আ.লীগের সঙ্গে জোটবদ্ধ থাকবে -জাতীয় পার্টি

বিএনপি নির্বাচনে গেলে আওয়ামী লীগের সঙ্গে জোট বদ্ধ থাকবে জাতীয় পার্টি, অন্যথায় ৩০০ আসনে প্রার্থী দেবে বলে জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার (১৮ আগস্ট) রংপুরে তিনি এ কথা বলেন।

৫ দিনের সফরে শনিবার (১৮ আগস্ট) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে হেলিকপ্টারযোগে রংপুরের উদ্দেশ্যে রাজধানী ছেড়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ১১টায় রংপুর স্টেডিয়াম হেলিপ্যাডে অবতরন করেন তিনি। বেলা সাড়ে ১১টা থেকে রংপুর-০৩ আসনের বিভিন্ন ইউনিয়নে জাতীয় পার্টি নেতৃতৃন্দের প্রীতিভোজে অংশ নেন। বেলা ২টায় রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালের গেষ্ট হাইজে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বেলা ৩টা থেকে রংপুর পল্লী নিবাসে অবস্থান করবেন পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

১৯ অক্টোবর ২০১৮, রবিবার সকাল সাড়ে ৯টায় রংপুর পল্লী নিবাস থেকে কুড়িগ্রাম সার্কিট হাউসের উদ্দেশ্যে যাত্রা করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ১১টায় কুড়িগ্রাম সার্কিট হাউসে চা-বিরতী। দুপুর ১২টায় কুড়িগ্রাম সার্কিট হাউস থেকে চিলমারীর উদ্দেশ্যে যাত্রা করবেন। দুপুর ১টায় কুড়িগ্রামের চীলমারীর রমনা বাজার এলাকায় মেজর (অব.) আশরাফ উদ দৌলা’র বাসভবনে উপস্থিত হবেন। বেলা ৩টায় কুড়িগ্রামের চিলমারী থেকে রংপুর পল্লী নিবাসের উদ্দেশ্যে যাত্রা করবেন। বিকেল ৫টায় পল্লী নিবাসে উপস্থিত হবেন সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

২০ আগষ্ট ২০১৮, সোমবার থেকে ২১ আগষ্ট ২০১৮, মঙ্গলবার ব্যক্তিগত কর্মসূচি রয়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের।

২২ আগষ্ট’২০১৮, বুধবার সাকাল ৮টায় রংপুর কালেক্টরেট ময়দানে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর পল্লী নিবাসে অবস্থান করবেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।”

২৩ আগষ্ট ২০১৮, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রংপুর পল্লী নিবাস থেকে সৈয়দপুর বিমান বন্দরের উদ্দেশ্যে যাত্রা করেবন হুসেইন মুহম্মদ এরশাদ। বেলা ১১টায় সৈয়দপুর বিমান বন্দর হয়ে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেবন তিনি। দুপুর ১টায় তাঁর রাজধানীর বারিধারা’র প্রেসিডেন্ট পার্কে উপস্থিত থাকার কথা রয়েছে।'””

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *