Home » সিলেটে সাপ্তাহিক অগ্রযাত্রা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত

সিলেটে সাপ্তাহিক অগ্রযাত্রা’র ১ম বর্ষপূর্তি উদযাপিত

সদর প্রতিনিধি: ঢাকা থেকে প্রকাশিত গবেষণামূলক জাতীয় পত্রিকা সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার ১ম বর্ষপূর্তি উপলক্ষে রবিবার বিকাল ৩ ঘটিকায় মৌলভীবাজারের শেরপুর রোডস্থ রিমি কমিউনিটি সেন্টারে সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকার সিলেট ব্যাুরো প্রধান আছমা জান্নাত মনির সভাপতিত্বে ও অগ্রযাত্রা প্রতিনিধি কাকলি গোপের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সেভ দ্যা নেচার অভ বাংলাদেশ কেন্দ্রীয় সহ সভাপতি ও মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচন সহ ৮ দফা দাবীর উ্ত্থাপক জনপ্রিয় ছাত্রনেতা জাকের আহমেদ (অপু)।উক্ত অনুস্টানে উপস্থিত অন্যান্য অতিথিরা হলেন,শাহরিয়ার সুরঞ্জন,মুজাহিদ মিয়া, সেভ দ্যা নেচার অব বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার সদর উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি মো: মামুন, সেভ দ্যা নেচার অভ বাংলাদেশ মৌলভীবাজার জেলার সহ-সভাপতি ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ মৌলভীবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক দেওয়ান আলমগীর চৈধুরী,সেভ দ্যা নেচার অভ বাংলাদেশ মৌলভীবাজার জেলার সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাফরান আলী
,সেভ দ্যা নেচার অভ বাংলাদেশ মৌলভীবাজার জেলার দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সাজু।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জাকের আহমদ (অপু) বলেন, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে দেশের নানা প্রান্ত থেকে খবরাখবর সংগ্রহ করে আমাদের পরিবেশন করে, ফলে আমরা দেশ ও সমাজের সার্বিক অবস্থা জানতে পারি তাই প্রতিটি সাংবাদিক ও সংবাদপত্র দেশের উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখে,তিনি সাপ্তাহিক অগ্রযাত্রার সাফল্য কামনা করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন দেশের সীমানা পেরিয়ে সাপ্তাহিক অগ্রযাত্রা পত্রিকা প্রবাসেও বেশ সুনাম অর্জন করে চলেছে। সিলেট ব্যুরো থেকে প্রেরিত সকল ধরনের খবরাখবর পত্রিকাটি গুরুত্বের সহিত প্রকাশ করে বলে সিলেটে এই পত্রিকার জনপ্রিয়তাও বাড়ছে ক্রমশ। ভবিষ্যতেও এমন ধারা সাপ্তাহিক অগ্রযাত্রা’র অব্যাহত থাকবে বলে আশাবাদ করেন বক্তারা।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *