Home » শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রাংকন প্রতিযোগীতা

শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রাংকন প্রতিযোগীতা

বিশ্বনাথ নিউজ : সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন করেন।
বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার সকাল থেকে ‘চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ’সহ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন কর হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও জেলা ধ্রুবতারা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবদুল বাতিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার এএসআই ফরিদুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি খছরু মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শাহ জাহান সিরাজ, উপজেলা যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, উপজেল ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শাহ বোরহন আহমদ রুবেল। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন ছাত্রলীগ নেতা রুবেল আলী, স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমদ, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সঞ্জিব কান্তি দে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ইন্তাজ আলী, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, কৃষক লীগ নেতা আবদুল মতিন, গ্রামের মুরব্বী নেওয়ার খান, বাবুল খান, রুহুল আমীন আঙ্গুর, নূর খান, প্রবাসী আবুল লেইছ খান, প্রতিষ্ঠানের শিক্ষক শুক্লা রাণী পাল, লাকী বেগম, লিপি রাণী পাল, আফরোজা বেগম, যুবলীগ নেতা মুছা মিয়া, আবদুর রহিম, সেচ্ছাসেবক লীগ নেতা লিটন মিয়া, ছাত্রলী নেতা রাজু আহমদ খান, শামীম আহমদ, জাকির মিয়া, শিপন মিয়া, শাকিল আলী, আবু সুফিয়ান প্রমুখ।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *