বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও শ্রমিক কল্যাণ ফেডারেশন ৮ দফা দাবিতে দেশব্যাপী ৭২ ঘণ্টার কর্মবিরতির ঘোষণা দিয়েছে। আগামী ১১ আগস্টের মধ্যে দাবি আদায় না হলে ১২ তারিখ থেকে পরিবহন শ্রমিকরা কর্মবিরতি পালন করবেন বলে জানিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের হলরুমে সিলেট বিভাগ ও ব্রাহ্মনবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সভাপতি এম. এ. বাতেন বলেন, বাণিজ্যিক মোটরযানের অর্থনৈতিক আয়ুষ্কাল ২০ ও ২৫ বছর থেকে বাড়িয়ে ৩০ বছর করার দাবি সহ আমরা ৮টি যৌক্তিক দাবি পেশ করেছি। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে পরিবহন সেক্টর অচল হয়ে পড়বে। তিনি জানান, ইতোমধ্যে এই দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি সংশ্লিষ্ট উপদেষ্টা ও বিভিন্ন দপ্তরে প্রেরণ করা হয়েছে।
৮ দফা দাবি হলো বাণিজ্যিক যানবাহনের অর্থনৈতিক আয়ুষ্কাল ৩০ বছর নির্ধারণ, যানবাহনের বর্ধিত আয়ুষ্কালের অনুমতি ছাড়া রেজিস্ট্রেশন বাতিল না করা,নতুন যানবাহনের নিবন্ধন প্রক্রিয়ায় জটিলতা দূর করা,পরিবহন মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষায় ট্রাফিক আইন সংস্কার,টার্মিনাল সুবিধা উন্নয়ন,সড়কে পুলিশের হয়রানি বন্ধ,জরিমানা ও মামলা প্রক্রিয়া সহজীকরণ ও শ্রমিকদের কল্যাণ নিশ্চিতে স্থায়ী বোর্ড গঠন।
সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র নেতৃবৃন্দ সহ মালিক সমিতির সদস্যরা ।
পরিষদের নেতারা বলেন, দাবি পূরণ না হলে ১২ আগস্ট থেকে শুরু হবে টানা ৭২ ঘণ্টার কর্মবিরতি, যার আওতায় বাস, ট্রাক, কাভার্ডভ্যানসহ সব ধরনের পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ থাকবে।