আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে পারেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ।
বৈঠকে ইউক্রেন যুদ্ধ, দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক এবং যুদ্ধবিরতির সম্ভাব্য রূপরেখা নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আর মস্কোর এই বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে বলে দাবি ট্রাম্পের।
এদিকে বুধবার হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আজ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আমাদের কিছু ভালো আলোচনা হয়েছে। খুব ভালো সম্ভাবনা আছে যে আমরা এই যুদ্ধের শেষ রাস্তার দিকে এগিয়ে যেতে পারি। সেই রাস্তা অনেক দীর্ঘ, এখনো দীর্ঘ। তবে খুব সম্ভবত একটি বৈঠক খুব শিগগিরই হতে পারে।’
এর আগে, পুতিন-উইটকফ বৈঠকের পর ট্রাম্প ইউরোপীয় নেতাদের সঙ্গে এক টেলিফোন কলের মাধ্যমে জানান, তিনি পুতিনের সঙ্গে সম্ভবত আগামী সপ্তাহেই বৈঠক করতে চান। এরপর রুশ প্রেসিডেন্ট এবং ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গেও একটি ত্রিপাক্ষিক বৈঠক করতে চান। ইউরোপীয় এক সরকারি সূত্র এই কলটির বিষয়বস্তু নিশ্চিত করেছে।
তবে হোয়াইট হাউজ জানিয়েছে, এখনো কোনো নির্দিষ্ট জায়গা চূড়ান্ত হয়নি। বেশ কয়েকটি বিকল্প স্থান নিয়ে আলোচনা চলছে। বৈঠকটি আগামী সপ্তাহেই অথবা তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।
প্রতিনিধি