ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, মিছিলসহ নানা আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। আজ মঙ্গলবার পালিত হচ্ছে এ দিবস।
গণঅভ্যুত্থান উদযাপনে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনভর নানা আয়োজন রেখেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ উপলক্ষে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’র মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি শেষ হয়েছে।
দিনব্যাপী আয়োজিত নানা কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা ৬টা থেকে অনুষ্ঠিত হবে জুলাই শহীদদের স্মরণে শৈল্পিক ‘ড্রোন শো’।
সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য শোভাযাত্রার করেছে ছাত্রশিবির। রাজধানীর মহাখালীতে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী।
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
গত বছরের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ওইদিনই ভারতে চলে যান শেখ হাসিনা।