অনলাইন ডেস্ক: রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটে এই ভূমিকম্প হয়।ভূমিকম্পের পর জাপানের হোক্কাইডোতে প্রায় ৪ মিটার উচ্চতার সুনামির প্রথম ঢেউ আঘাত হেনেছে। শক্তিশালী এই ভূমিকম্পের পর দেশটির আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহর থেকে ১১৯ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। যা ভূপৃষ্ঠ থেকে ১৯.৩ কিলোমিটার গভীরে। তবে প্রথমে ভূমিকম্পের মাত্রা ৮ বলা হলেও পরে তা সংশোধন করে ৮.৮ করা হয়। শক্তিশালী এই ভূমিকম্পের আঘাতে রাশিয়ায় এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হাওয়াইয়ে সব বাণিজ্যিক জাহাজকে বন্দর খালি করার নির্দেশ
রাশিয়ার পূর্ব উপকূলে শক্তিশালী ভূমিকম্পের পর সম্ভাব্য সুনামি ঢেউয়ের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড হাওয়াইয়ের সব বাণিজ্যিক জাহাজকে দ্রুত বন্দর খালি করার নির্দেশ দিয়েছে। হনলুলুর বন্দর ক্যাপ্টেনের কার্যালয় এক পোস্টে জানিয়েছে, সব বাণিজ্যিক বন্দরে জাহাজ প্রবেশ বন্ধ। সব বাণিজ্যিক জাহাজকে অবিলম্বে বন্দর ত্যাগ করতে হবে। কোস্টগার্ডের এই পদক্ষেপ মূলত সুনামি ঢেউয়ের আঘাতে বন্দর ও নোঙরকৃত জাহাজের ক্ষয়ক্ষতি রোধে নেয়া হয়েছে। বড় ঢেউ বন্দর এলাকায় ঢুকে জাহাজগুলোর ধাক্কা ও সংঘর্ষ ঘটাতে পারে, যা বিপর্যয় ডেকে আনতে পারে। হাওয়াই উপকূলে কয়েক ঘণ্টার মধ্যে ৩ থেকে ১০ ফুট পর্যন্ত ঢেউ আঘাত হানতে পারে বলে পূর্বাভাস রয়েছে।
ফিলিপাইনে সুনামি সতর্কতা: সৈকত এড়িয়ে চলার আহ্বান
ফিলিপাইনের ভলকানোলজি ও সিসমোলজি ইনস্টিটিউট সতর্কতা জারি করেছে যে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় এলাকাগুলোতে ১ মিটারের (৩.২ ফুট) কম উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে। সংস্থাটি জানিয়েছে, প্রথম সুনামি ঢেউ বুধবার দুপুর ১:২০ থেকে ২:৪০ (স্থানীয় সময়) মধ্যে পৌঁছাতে পারে ( যা বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৬:২০ থেকে ৭:৪০-এর মধ্যে)। ফিলিপাইনের উপকূলবর্তী এলাকায় বসবাসকারী ও পর্যটকদের সৈকত বা সমুদ্র তীরে না যাওয়ার জন্য কঠোরভাবে পরামর্শ দেয়া হয়েছে। যে অঞ্চলগুলোতে সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে আছে বাতানেস দ্বীপপুঞ্জ, আলবায় প্রদেশ, দিনাগাত দ্বীপপুঞ্জ, কাগায়ান প্রদেশ, সোরসোগন প্রদেশ, সুরিগাও দেল নরতে প্রদেশ, ইসাবেলা প্রদেশ, কাটানডুয়ানেস দ্বীপ, সুরিগাও দেল সুর প্রদেশ, অরোরা প্রদেশ, নর্দার্ন সামার প্রদেশ, দাভাও দেল নরতে প্রদেশ, কেজন প্রদেশ, ইস্টার্ন সামার প্রদেশ, দাভাও ওরিয়েন্টাল প্রদেশ, কামারিনেস নর্তে প্রদেশ, লেইতে দ্বীপ, দাভাও অক্সিডেন্টাল প্রদেশ, কামারিনেস সুর প্রদেশ, সাউদার্ন লেইতে প্রদেশ, দাভাও দেল সুর প্রদেশ, দাভাও দে অরো প্রদেশ।
প্রতিনিধি